• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

রাজনীতি

যেখানে অনুমতি দেবে সেখানেই কর্মসূচি করতে হবে: ডিএমপির অতিরিক্ত কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০২৩

বিএনপিকে এখনও সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি বলেন, দলটির আবেদন এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। তবে ডিএমপি যেখানে অনুমতি দেবে সেখানেই কর্মসূচি করতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) এ কথা বলেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।

এদিকে, ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে র‍্যাব। গোয়েন্দা নজরদারির পাশাপাশি ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালো হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল বা রাষ্ট্রবিরোধী চক্র যেনো নাশকতা বা সহিংসতা করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। সাইবার ওয়ার্ল্ডেও নজরদারি চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads